cooked rice

 ৬০ গ্রাম চালে কত গ্রাম ভাত হয় আর এর পুষ্টি মুল্য কতো ?

ভারত ও ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের প্রাথমিক খাদ্যশস্য হল চাল, যদিও  আমরা বেশীর ভাগ লোক পেট পুরেই ভাত খাই তবু অনেকের মনেই প্রশ্ন জাগে কতটুকু ভাত খাওয়া আমাদের জন্য স্বাস্থ্যকর? এক বেলাতে কতটুকু ভাত খাব ? 

আপনি যদি সারাদিন বসে/দাড়িয়ে হাল্কা পরিশ্রমী কাজ করেন অর্থাৎ আপনার লাইফস্টাইল যদি Sedentary হয়, তাহলে আপনার একবেলার ভাতের জন্য ৬০ গ্রাম চাল যথেষ্ট ।

আপনি এখান থেকে ভাতের পুষ্টি গুন সম্পর্কে কিছু ধারনা পেয়ে  যাবেন যা আপনাকে সাহায্য করবে।

৬০ গ্রাম চালের ভাত রান্না করলে কত গ্রাম ভাত হয় তা জানার আগে আমরা ৬০ গ্রাম চালের ক্যালোরি মুল্য জেনে নেব –  

Nutrient100 gm1 Portion (30 gm )2 Portion ( 60 gm)
Energy (Kcal)356107214
Carbohydrate(gm)782347
Protein(gm)825
Fat(gm)100
Fiber(gm)2.810.8431.68
As per IFCT (2017)
cooked rice 1

আপনি যখন ৬০ গ্রাম চালের ভাত রান্না করবেন তখন আপনি ১৫০-২০০ গ্রাম এর মতো ভাত পাবেন যা ছোট সাইজের এক বাটি ভাত হয়ে যাবে । 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Shopping Cart

You cannot copy content of this page