Vitamin B

ভিটামিন-বি২ (Vitamin-B2) এর উৎস, অভাবজনিত লক্ষণ, কাজ এবং প্রয়োজনীয়তা

ভিটামিন -বি২   একটি জলে দ্রবীভূত ভিটামিন জার রাসায়নিক নাম  রাইবোফ্লাভিন (Riboflavin)। জলে দ্রবীভূত ভিটামিন হওয়ার কারনে এই ভিটামিন এর উৎস প্রতিদিন খাদ্যতালিকায় রাখা জরুরী ।

ভিটামিন-বি২ এর উৎস

প্রাণীজ উৎস গুলি হলো

দুধ, টক দই, বাটার মিল্ক, পনীর, ডিম, টার্কি মুরগীর মাংস, পোলট্রির মাংস, স্যামন ও টুনা মাছ, এছাড়াও বিভিন্ন ধরনের মাছে প্রচুর পরিমাণে ভিটামিন বি২ থাকে।  

উদ্ভিজ্জ উৎস গুলি হলো-

মাশরুম,  অ্যাস্পারগাস, অ্যাভোকাডো,শিম, বাদাম, কুমড়ো, মিষ্টি কুমড়ো, ব্রকোলি, পালংশাক, খাদ্যশস্য ইত্যাদি ভিটামিন-বি২ সমৃদ্ধ হয়৷ 

ভিটামিন-বি২ এর অভাবজনিত লক্ষণ

১. ভিটামিন-বি২ এর অভাবে ভীষণ রকম শারীরিক দুর্বলতা লক্ষ্য করা যায়৷ 

২. রক্তশূন্যতার সমস্যাও দেখা যায় ভিটামিন-বি২ এর অভাবে।

৩. ভিটামিন-বি২ এর অভাবে ডার্মাটাইটিসের সমস্যাও দেখা যায়। 

৪. চোখের নানান সমস্যাও তৈরি করে শরীরে ভিটামিন-বি২ এর অভাব। 

৫. মুখের ভিতর আলসার দেখা দেয় ভিটামিন-বি২ এর অভাবে। 

৬. গলায় ব্যথা, মিউকাস পর্দায় তরল জমা হওয়া, ঠোঁট লাল হয়ে যাওয়া সহ মুখের ভিতর নানান সমস্যা দেখা দেয় ভিটামিন-বি২ এর অভাবে৷ 

মানবদেহের জন্য ভিটামিন-বি২ এর ভূমিকা

১. রক্তে আয়রনের মাত্রা বাড়িয়ে রক্তশূন্যতা দূর করে। 

২. অ্যাড্রিনাল গ্রন্থি 

৩. ভিটামিন-বি২ সমৃদ্ধ খাবার মাইগ্রেনের সমস্যা দূর করতে সহায়ক হয়।

৪. দেহের পরিপাক ক্রিয়া পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিটামিন। 

৫. আমাদের শরীরে ফলিক অ্যাসিড, ভিটামিন-বি১, ভিটামিন-বি৩, ভিটামিন-বি৬ এর সক্রিয়করণে ভিটামিন-বি২ বিশেষ ভূমিকা পালন করে।

৬. চোখের নানান সমস্যা দূর করতে ভিটামিন-বি২ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

৭. মানবদেহ শরীরে মজুত কার্বোহাইড্রেট থেকে এটিপি তৈরি করে, যা শরীরের প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে। ভিটামিন-বি২ কার্বোহাইড্রেটকে এটিপি-তে রূপান্তরিত হতে সাহায্য করে। 

মানবদেহে ভিটামিন-বি২ এর দৈনিক চাহিদা

একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক ভিটামিন-বি২ এর চাহিদা ১.৩ মিলিগ্রাম, এবং মহিলাদের ক্ষেত্রে তা ১.১ মিলিগ্রাম। গর্ভাবস্থায় দৈনিক ১.৪ মিলিগ্রাম এবং স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে তা ১.৬ মিলিগ্রাম৷

Weight lose 2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Shopping Cart

You cannot copy content of this page